গ্রিনরোডে বহুতল ভবনে আগুন

ভোলার কথা
নিউজ ডেস্ক সম্পাদক
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

নিউজ ডেস্কঃ

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার গ্রিনরোডের নিউ লাইফ হসপিটালের উল্টোদিকে ‘রূপায়ণ প্রিমো’ নামের একটি ভবনে আগুন দেওয়া হয়েছে।

রাত পৌনে ৯টার দিকে দেখা যায়- ৯ থেকে ১১তলায় আগুন জ্বলছে।

এসময় আগুনের ফুলকি পড়ে পাশের ডিশলাইনের তারে আগুন ধরে গেলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে। এতে আগুন ছড়ায়নি, তবে ভবনের ৯তলায় রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।

সেখানে উপস্থিত উৎসুক জনতার অনেকে বলাবলি করছিল, এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের অফিস। তবে ভবনটির মালিক কে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

যে ভবনটিতে আগুন দেওয়া হয়, সেই ভবনেরই তৃতীয় তলায় থানা নির্বাচন অফিসারের কার্যালয়, নিচতলায় সোনালী ব্যাংকের ধানমন্ডি করপোরেট শাখার সাইনবোর্ড দেখা যায়।

ড্রিমস হসপিটাল, ড্রিমস সেন্টার, ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টারের সাইনবোর্ডও রয়েছে ভবনটিতে।

ধানমন্ডির সিটি কলেজের পাশে ইন্দিরা গান্ধী কালচারার সেন্টারেও আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে দেখা যায়- ভেতরে আগুন নিভে গেছে। তবে সেখানে কিছু লোক ভবনের ভেতর থেকে মালামাল এনে গেইটে জড়ো করে ভ্যানে তুলে তা নিয়ে যাচ্ছেন।

এটি কীসের ভবন?- জানতে চাইলে মালামাল লুট করা লোকজন তা বলতে পারেননি। তাদের একজন বলেন, “শুনছি, এইটা কোনো মন্ত্রীর বাড়ি।”

এই ভবনের উল্টোদিকেই আরেকটি আগুনে পোড়া তিনতলা ভবন দেখা যায়। উপস্থিত লোকজন জানান, তিনতলা ভবনের পুরোটাই ফ্যাশন হাউস ‘ইয়েলো’র শো-রুম ছিল। তবে ভবনটিতে কখন আগুন দেওয়া হয়েছে, তারা সেটি জানাতে পারেননি।

পোড়া ভবনের সিঁড়ির গ্রিলও কেটে নিতে দেখা যায় লোকজনকে। এছাড়া এসি, চেয়ার, টেবিলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

এ সময়, ৫ বছরের একটি বাচ্চাকেও দেখা যায় পোড়া ভবন থেকে মালামাল সংগ্রহ করে জড়ো করছে।

‘এগুলো কী করবে?’- জানতে চাইলে শিশুটি বলে, “আম্মারে দিমু।”

পাশে থেকে শিশুটির মা এসে তখন শিশুটিকে কথা বলতে মানা করে।