প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২
ঈদকে সামনে নিয়ে ব্যাস্ত গরু খামারীরা
মোঃইসমাইল, বিশেষ প্রতিনিধিঃ
আসছে আগামী ১০ জুলাই পবিত্র ঈদ উল আযহা। এ ঈদের হাটকে কেন্দ্র করে ভোলার বিভিন্ন গরু খামীরা ব্যাস্থ সময় কাটাচ্ছে । সরজমিন দৌলতখানের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন একটি খামারা গেলে দেখা যায় প্রতিবারের মতো এবারো তারা গরু নিয়ে ব্যাস্ত।
গরু খামারী হাবিবুর রহমান ফয়সাল জানায়, এবার ঈদের হাটে হলিস্ট্রিন ফ্রিজিয়ান জাতের মোট ২৯ টি গরু উঠাবেন, এর মধ্যে দুটি গরু ১ টনের বেশী উচ্চতায় ৬৭ ইঞ্চি (প্রায়)। গত ঈদে ১৩ টি গরু বিক্রয় হয়।