প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১
সাভারের সাদাপুর এলাকায় নাতনিকে দেখতে এসে নানা ও মামাকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতন, আটক ২
নিউজ ডেস্ক।
সাভারের সাদাপুর এলাকায় নাতনিকে দেখতে এসে নানা ও মামাকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতন, আটক ২
পরে ভুক্তভোগী পরিবার ৯৯৯ কল করলে সাভার মডেল থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাভার থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিংগাইর এলাকা থেকে নানা এবং মামা সাদাপুর এলাকায় নাতনিকে দেখতে আসলে নাতনি জামাই তাদের দুজনকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।
পরে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নাজিউর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করেন।
এ সময় তিনি আরো বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর বশির এবং আবুল কালাম নামে দুই জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।