সংবাদ প্রকাশের পর খাল দখলমুক্তে এসিল্যান্ডের অভিযান, ১ জনকে কারাদণ্ড

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

(লালমোহন প্রতিনিধি)

ভোলার লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জের ৬-নং ওয়ার্ড আনিচল হক মিয়ার বাজার এলাকায় সদ্য খননকৃত খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে দোকানীরা। “লালমোহন আনিচল মিয়ার হাটে চলছে খাল দখলের প্রতিযোগিতা” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে ওই স্থাপনা ভেঙে দেন।

পাশাপাশি খাল দখলের অভিযোগে আবু তাহের নামের একজনকে আটক করা হয়।

 

জানা যায়, গেলো বুধবার আনিচল হক মিয়ার বাজারে খাল দখল করে আরসিসি পিলার ও ছাদ ঢালাই দিয়ে দোকানঘর নির্মাণ করছিল স্থানীয় আবু তাহের। খবর পেয়ে ওইদিনই ইউনিয়ন ভূমি অফিসের লোক পাঠিয়ে ওই কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। কিন্তু তাঁর নির্দেশ অমান্য করে রাতের আধাঁরে আবারও কাজ শুরু করে আবু তাহের। স্থানীয়রা বিষয়টি আবারও এসিল্যান্ডকে জানালে বৃহস্পতিবার সকালে অভিযান চালান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম জানান, খাল দখলের কারণে একজনকে আটক করা হয়েছে। তাকে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।