লালমোহনে যৌতুক মামলা করায় স্ত্রী-সন্তানকে উপর স্বামীর হামলা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

লালমোহন প্রতিনিধি।

ভোলার লালমোহন বদরপুরে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করায় স্ত্রী-সন্তান ও শ্বাশুড়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী সফিক খা। ঘটনাটি ঘটেছে গত ২৬ জানুয়ারী ২০২১ইং সন্ধ্যায় বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেপারী বাড়িতে।
গুরুতর আহতাবস্থায় গৃহবধূ রিনা আক্তার বর্ষাকে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত গৃহবধূ রিনা আক্তার বর্ষা জানান, তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য স্বামী সফিক খা বিভিন্ন সময় চাপ দিতে থাকে। যৌতুকের টাকা না আনায় গত দুই বছর পর্যন্ত সফিক খা স্ত্রী রিনা আক্তারকে ভরণপোষণ দেয় না। গত ২৬ জানুয়ারী স্বামীর বিরুদ্ধে ভোলায় আদালতে যৌতুক মামলা দায়ের করে রিনা আক্তার বর্ষা। মামলার কথা শুনেই ঘটনারদিন সন্ধ্যায় সফিক খা, তার ভাই নয়ন খা, জাহাঙ্গীর খা, নুর ইসলাম খা, নয়ন খার স্ত্রী নাজমা বেগম ও জাহাঙ্গীর খার স্ত্রী নুর নাহার বেগম ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে রিনা আক্তারের বাবার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় নয়ন খা দা দিয়ে রিনা আক্তারের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে, মায়ের ডাকচিৎকার শুনে ছেলে আপন কাছে আসলে তাকেও পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এসময় মেয়েকে বাঁচাতে আসলে মা রাসু বিবিকেও কুপিয়ে জখম করে সফিক খা গংরা। রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে থানায় আনা হলে পুলিশ তাদেরকে চিকিৎসা করার পরামর্শ দেন। কিন্তুু ঘটনা ঘটেছে উল্টো রিনা আক্তারের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখা রিনার মাথায় ১৫টি সেলাই দিতে হয়। এদিকে সুযোগ পেয়ে সফিক খা গংরা উল্টো লালমোহন থানায় রিনা আক্তারের বিরুদ্ধে মামলা করেন। সফিক খার বোন নাজমা বেগমকে বিনা কারণে লালমোহন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। রিনা আক্তার বর্ষা জানান, বিয়েরপর তার বাবা ৫লাখ টাকা খরচ করে স্বামী সফিক খাকে বিদেশ পাঠান। সেখানে গিয়েই সফিক খা বোল পাল্টে ফেলেন। বাবার বাড়ি থেকে আরও দুই লাখ টাকা আনতে চাপ সৃৃষ্টি করে। যৌতুক না আনায় গত দুই বছর পর্যন্ত রিনাকে ভরণপোষণ দেয় না সফিক খা। ঘটনার দিন সকালে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করায় সন্ধ্যায় এ হামলা করে স্বামী ও তার ভাইয়েরা। এখনও সফিক খা গংরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন রিনা আক্তার বর্ষা।