ভোলা লালমোহন রমাগঞ্জ ১ নং ওয়ার্ড এ মসজিদের বাথরুমে তালা ঝুলিয়ে দিলেন মুসুল্লিদের ক্ষোভ !!

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

মোঃ ইলিয়াছ চৌধুরী!!

ভোলার লালমোহনের উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌমুহনী বাজারের সংলগ্ন মুসা মিয়া জামে মসজিদের সামনে দুটি পাকা বাথরুম জনস্বাস্থ্য প্রকৌশল এর অর্থায়নে নির্মাণ করা হয়েছে লালমোহনের উপজেলা জণস্বাস্থ্যের উক্ত বাথরুম গুলো দীর্ঘ দিন তালা ঝুলিয়ে রাখা হয়েছে , আনুমানিক ৩ থেকে ৪ বছর যাবদ বন্ধ রয়েছে, মসজিদের কোন মুসল্লিকে বাথরুম গুলো ব্যবহার করতে দিচ্ছে না , উক্ত বিষয় মসজিদ কমিটির সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে আলাপকালে উনি বলেন আমরা খুব শীঘ্রই বাথরুম গুলো ব্যবহার করার উপযোগী করব, এই বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি জামাল হাওলাদারের কাছে জানতে চাইলে উনি বল্লেন বাথরুম মসজিদ কমিটির অনুমতি ছাড়া করা হয়েছে, উনি আরো বললেন আমরা এই মসজিদের মুসল্লিসহ বাজারের শত শত ব্যবসায়ী আছি বাথরুমটি আমাদের কোন উপকারে আসতেছেনা, যিনি এই বাথরুম করিয়াছেন তিনি তাঁর ব্যক্তিগত লাভের জন্য করিয়াছেন, এতে আমাদের মুসল্লীসহ এবং বাজারের কোনো ব্যবসায়ীদের বিন্দু পরিমাণ কোনো উপকারে আসতেছেনা,আমরা মুসলমান আমাদের এবাদত করার সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ ঘড়, আমরা সেখানেও লাভ লোকসানের হিসাব করি। এ-ই ভাবে ক্ষোভ প্রকাশ করলেন ও-ই মসজিদের মুসল্লীরা ও এলাকা বাসি, বিষয়টি লালমোহন উপজেলা ইউএনওর সুদৃষ্টি কামনা করছি।