লালমোহনে সৎভাই কর্তৃক মা ও বোনকে কুপিয়ে আহত

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

লালমোহন প্রতিনিধি, ভোলার কথা।

ভোলার লালমোহনে জায়গাজমির বিরোধের জের ধরে আনোয়ারা বেগম (৪০) ও তার মাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করল শহীদ, সুমন, লুৎফাগংরা। জানা যায় কামলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ববালুরচর গ্রামে আনোয়ারার বাবার বাড়ী। অনোয়ারার বাবার কাছ থেকে সে হেবা দলিল মূলে জমি ক্রয় করে স্থানীয় সার্ভেয়ার দ্বারা সিমানা চিহ্নিত করে বাড়ীর উপযোগী পুকুর, ভিটা ও বিভিন্ন গাছ রোপন করে ভোগ দখল করে আসছিল। আনোয়ারার স্বামীর বাড়ী তজুমদ্দিনে হওয়ায় তার বাবা ভিটা বাড়ীর দেখভাল করছিল। আনোয়ারা বেগমের টাকার প্রয়োজনে তার জমি সে বিক্রি করতে এলাকার সকলের নিকট যোগাযোগ করলে তার সৎভাই শহীদ জমি বিক্রি করতে বাধা দেয় এবং জোরপূর্বক বলে সে জমি পাবে। এ ব্যাপারে এলাকায় বিচার সালিশ বসলে সে স্থানীয় বিচারকদের সালিশ মানেনা। ঘটনার দিন ২৩ জানুয়ারি বেলা ৩ টার সময় আনোয়ারা বেগম ঘটনার তার জমির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শহীদ, সমুন ও লুৎফাগংরা ধারালো দেশীয় অস্ত্রসস্ত্রও লাটিসোডা নিয়ে এলাপাতারি ভাবে আঘাত করতে থাকে এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় আনোয়রার ডাক চিৎকারে তার মা জুলেখা বেগম এগিয়ে আসলে তাকেও তারা আঘাত করে। পরে স্থানীয় আত্নীয় স্বজনগন আনোয়ারা কে লালমোহনে হাসপাতালে ভর্তি করে এবং তার ডান হতে ৮টি সেলাই লাগে। এ ব্যাপারে লালমোহন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কর্তব্যরত ডিউটি অফিসার এসআই ফিরোজ জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।