ভোলায় দ্বিতীয় দিনে পুলিশ সুপার সহ করোনা ভ্যাকসিন এর টিকা নিলেন ২৭৮ জন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

ইয়াছিনুল ঈমন ।

ভোলায় করোনা ভ্যাকসিন টিকা গ্রহনের দ্বিতীয় দিনে সস্ত্রীক করোনার টিকা নিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ ১২৫ জন পুলিশ সদস্যসহ ২৭৮ জন করোনা ভ্যাকসিন এর টিকা গ্রহন করেছেন। এসময় পুলিশ সুপার বলেন, করোনা ভ্যাকসিন টিকা নিয়ে এখন পর্যন্ত ভাল আছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এসময় তিনি সবাইকে নিবন্ধন করে টিকা নিতে আহ্ববান জানান। এদের মধ্য ভোলা সদর হাসাপাতালে ১৫০ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ২৯ জন, লালমোহনে ১৬ জন এবং তজুমদ্দিনে ৮ জন, চরফ্যাশনে ৫০ জন ও মনপুরাতে ১৭ টিকা গ্রহন করেন। তবে পুরুষের অপেক্ষায় নারী টিকা গ্রহনে আগ্রহ খুবই কম। দ্বিতীয় দিনে মাত্র ১৮ জন নারী টিকা গ্রহন করেছেন। জেলায় ৭টি কেন্দ্রে ৮ টি বুথে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোজঁ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ভ্যকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে