ভোলায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

ইলিয়াছ চৌধূরী।
অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে সংস্থায় নিয়োজিত এমপ্লয়িদেরকে সহ স্থানীয় জনসাধারণকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের জন্য ইলিশা নৌ থানার তত্ত্বাবধানে ভোলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভোলা স্টেশনের উপসহকারি পরিচালক মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সোমবার সকাল ১১ঃ৩০ মিনিটে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

ভোলা ফায়ার স্টেশনের উপ সহকারি বিল্লাল হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ভোলা স্টেশনের ৭ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল, সংশ্লিষ্ট উপকেন্দ্রে কর্মরত এমপ্লয়ি এবং নির্বাহী প্রকৌশলী এবং ইলিশা নৌ থানার ইনচার্জ শ্রী সুজন চন্দ্র পাল, এস আই শরিফুল ইসলাম, নায়েক মৃনাল মহাজনসহ নৌ পুলিশে কর্মরত এমপ্লয়িগণ মহড়ায় অংশ নেন।

এসময় জংশন বাজারস্থ ব্যাবশায়ীবৃন্ধ এবং ১১নং মৌলভির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ মহড়াটি প্রত্যক্ষ করেন। মহড়া শেষে জনাব বিল্লাল হোসেন উপস্থিত এমপ্লয়িগণকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং হাতে কলমে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার শিক্ষা দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক শ্রী সুজন চন্দ্র পাল, সকল অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং এমপ্লয়িদেরকে ভবিষ্যতে যাতে কোন অগ্নি দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। সংক্ষিপ্ত বক্তব্যে ভোলা ষ্টেসন উপ সহকারি অফিসার মোঃ বিল্লাল হোসেন অগ্নিকান্ডের ঘটনায় জরুরী করনীয় এবং জরুরি সেবার হট লাইন নং সহ সহ তার কন্ট্যাক্ট নং উপস্থিত জনসাধারণের মধ্যে প্রদান করেন।

উল্লেখ্য, ফায়ার সার্ভিসের সহায়তায় ইতোমধ্যে জেলার ভিবিন্ন স্থানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে সকল গুরুত্বপূর্ন স্থানে একই ধরনের মহড়া অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানান ।