ভোলায় এসেছে ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

ভারতের সিরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন আজ জেলায় এসে পৌঁছেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ভোলার সাভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম সড়ক পথে ফ্রিজিং করে আসা এসব টিকা বুঝে নেন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে করোনার ভ্যাক্সিন স্থানীয়ভাবে প্রয়োগ শুরু করা হবে। প্রথম পর্যায়ের এসব টিকা ৩০ হাজার মানুষ গ্রহণের সুজোগ পাবে। জেলা সাভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনার ভ্যাক্সিন সদর হাসপাতালের ওয়াকইনকুলারে সংরক্ষণে রাখা হয়েছে। আমাদের সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দানে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও ৪ জন ভলান্টিয়ার কাজ করবে। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে। সরকারের নির্দেশনা অনুয়ায়ী যাদের কথা বলা হয়েছে তারাই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ধাপে টিকা পাবেন বলে জানান জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা।