ভোলায় টোটাল ফিটনেস ডে পালন

ভোলার কথা
মুশফিকুর রহমান (শোভন) সম্পাদক
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

মুশফিকুর রহমান (শোভন)

‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’- এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো দেশব্যাপী ব্যাপক আয়োজনে পালিত হলো ‘টোটাল ফিটনেস ডে’।

শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক এই চার দিকের ফিটনেস নিয়ে যথাযথ সচেতনতা তৈরি করাই এ দিবসের মূল উদ্দেশ্য। আজ শুক্রবার ভোলা বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে টোটাল ফিটনেস ডে পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

দিবসটি উপলক্ষে অডিওর মাধ্যমে দেশবাপী শুভেচ্ছাবাণী দিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী। সচেতনতামূলক সেশনগুলোতে কোয়ান্টাম মেথডের প্রবক্তা শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে প্রচারিত হয় বিশেষ আলোচনা ও মেডিটেশন। সেখানে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয় এবং টোটাল ফিটনেস অর্জনের জন্যে সক্রিয় প্রচেষ্টার আহ্বান জানানো হয়।