ভোলায় জাতীয় মৎস সপ্তাহ উদযাপন।।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

মোকাম্মেল হক মিলন।।

প্রতি বছরের ন্যায় এবারও ভোলা জাতীয় মৎস সপ্তাহ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী মৎস সপ্তাহ উপলক্ষেউদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় কালে আরো বক্তব্য রাখেন অতিরিক্তজেলা প্রশাসক সুজিত হালদারও উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান ,প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু ও সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন নাসির লিটন জুননু রায়হান ,হাসনাইন আহমেদ মুন্না, সিদ্দিকুর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান 2020 2021 অর্থবছরের ভোলা জেলায় এক লাখ 72 হাজার 312 মে,টন মাছ উদ্ধৃত হয়েছে। এ জেলার চাহিদা ছিল 52 হাজার 45 মেট্রিক টন জন প্রতি 700গ্রাম হিসাবে মাছের ।আর উৎপাদন হয়েছে 2 লাখ 24হাজার 357 মেট্রিক টন। তিনি আরো জানান, পুকুর ও দীঘিতে উৎপাদন হয়েছে 42হাজার680মে,টন। নদীতে 88হাজার445মে,টন।বরোপিট এ 662মে,টন।আর সাগরে 92হাজার138মে,টন।অন্যান্য432মে,টন। শুধুমাত্র ইলিশ উৎপাদন হয়েছে 1লাখ 75হাজার 3শত 90 মেট্রিক টন। এর লক্ষ্য নিয়ে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে ।মাছে ভাতে বাঙালি এর নিজস্ব বৈশিষ্ট্যের জায়গাতে আমরা শুধু পরিপূর্ণ আনব না ,বঙ্গবন্ধু প্রত্যাশা অনুযায়ী দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ ।সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।