নিখোঁজের এক মাসের পর মামুন প্রশাসনের ও গণমাধ্যমের সহযোগিতা উদ্ধার

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

 

ডেক্স রিপোর্ট ঃ

জনৈকা মােসাম্মৎ সুফিয়া, স্বামী মোঃ মামুন, ঠিকানা দক্ষিণ চরপাতা 3 নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা ইউনিয়ন ভোলা সদর ভোলা গত ০৯/১২/২০২০ ইং তারিখভোলা সদর থানায় আসিয়া লিখিতভাবে জানান যে, তাহার স্বামী মােঃ মামুন গত ০৯/১২/২০২০ ইং তারিখে বাড়িতে না ফেরায় এবং
নিকটবর্তী আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজিয়া না পাইয়া ভােলা সদর থানায়
নিখোঁজ ডায়েরি নং৪৪৭, তাং-১০/১২/২০২০ ইং দায়ের করেন। পত্রপত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সােশ্যাল মিডিয়ায় তাহার
খোঁজ বিজ্ঞপ্তি প্রশাসনের পক্ষ হইতে প্রদান করা হয়। এলাকায় মাইকিং করা হয়। উক্তরূপ পদক্ষেপে সে নিজেই গত ১৭/০১/২০২১ তারিখে তাহার স্বামী নিখোঁজ মামুন তাহার বাড়িতে হাজির হয় বিধায়
তাহার দায়েরকৃত নিখোঁজ ডায়েরি প্রত্যাহারের আবেদন
করিলে দায়েরকৃত নিখোঁজ ডায়েরি প্রত্যাহার করা হয়।
বিনীত
মোহাম্মদ আরমান হোসেন পুলিশ পরিদর্শক তদন্ত
ভোলা সদর মডেল থানা ,ভোলা