ভোলায় ডায়রিয়া আক্রান্তে বৃদ্ধের মৃত্যু

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

 

ভোলা প্রতিনিধি,,

ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (২৬ এপ্রিল) সকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত বৃদ্ধের নাম জয়নাল আবদীন। তিনি ইলিশা এলাকার বাসিন্দা।

ইশিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহরাওয়ার্দী মাস্টার জানান, ওই বৃদ্ধকে ভোরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। সকালে তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতাল সূত্র জানায়, সোমবার জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২৮০ জন। এর মধ্যে ভোলা হাসপাতালে ভর্তি হয় ৯২ জন। এর আগের দিন জেলায় আক্রান্ত ছিল ৩৭০ জন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলার গ্রামঞ্চলের পুকুরের পানিতে ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। ওই পানি ব্যবহারের ফলেই ডায়রিয়া আক্রান্ত বেড়ে গেছে।
এ ছাড়া সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, তাপমাত্রা অতি বেড়ে যাওয়ায় ও গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। তবে রোববার থেকে কমতে শুরু করেছে।