কাওয়ালি ফের আসর ঢাবিতে

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

নিউজ ডেস্কঃ  আসরে হামলার প্রতিবাদে ফের কাওয়ালি আসরের আয়োজন করেছে ব্যান্ড ‘সিলসিলা’। আজ বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সঞ্জীব চত্বরে কাওয়ালি সংগীত পরিবেশনা শুরু করে সিলসিলা ব্যান্ড।

সিলসিলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান বলেন, ‘আমাদের কাওয়ালি আসরে গতকাল হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে আমাদের আয়োজন থামানো যাবে না। কালকের হামলার প্রতিবাদে আজ আমরা ফের আয়োজন করেছি।’

এদিকে, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে কাওয়ালি আসরে ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করেন আয়োজক কমিটির সদস্যরা। আসরে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের সংগীত পরিবেশনের কথা ছিল। এছাড়া, মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত পরিবেশনের কথা ছিলো শিল্পী শেখ ফাহিম ফয়সালের।

পরে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের সামনে কাওয়ালির আসর বসান আয়োজকেরা। এসময় তারা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের কাওয়ালি সংগীতের আসর আয়োজনের ঘোষণা দেন।