দৌলতখান পৌরসভার নির্বাচনী ফলাফল আজ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

 

মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধি

পৌরসভার ৩য় ধাপের সাধারন নির্বাচন আজ ৩০ জানুয়ারি ২০২১(শনিবার) দৌলতখান পৌরসভার নির্বাচন। ভোটারদের উপস্থিতিতে তাদের পছন্দের প্রার্থীদের পৌরসভা মেয়র,কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের উপযুক্ত ভোটের মাধ্যমে বাছাই করে নির্বাচিত করেন।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা প্রর্যন্ত নির্বাচনী ভোট পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ,সহকারি প্রিজাইডিং অফিসার , পোলিং অফিসার এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ছিলো ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন এস আই সহ পুলিশ ও আনসার ফোর্স।

নির্বাচন চলাকালীন নির্বাচনী এলাকায় ছিলো পর্যাপ্ত নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা। সারাক্ষণ ছিলো স্থানীয় নিরাপত্তা বাহিনী বাংলাদেশ পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ আর্মড পুলিশ এর কড়া নিরাপত্তা ও টহল।

ভোটাররা তাদের ভোট কেন্দ্রে গিয়ে অবাদ নিরপেক্ষ ভাবে ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করেন। পূর্বের নির্বাচন থেকে এবারের নির্বাচন স্বচ্ছতা ছিলো চোখে পড়ার মতো। কোথায় কোন প্রকার সহিংসতা দেখা যায়নি। ভোটারা এবারে নির্বাচনী ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আনন্দিত।

নির্বাচনী ভোট গ্রহন শেষে দৌলতখান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের তথ্য/ফলাফল ও পরিবেশন কেন্দ্রে বেসরকারী ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আমির খসরু গাজী, উপজেলা নির্বাচন অফিসার লালমোহন ও সংযুক্ত কর্মকর্তা, বেগম খালেদা আক্তার ফেন্সি দৌলতখান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার বেসরকারী ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন ও দৌলতখান থানার অফিস ইনচার্জ মোঃ বজলার রহমান।
আরো ছিলেন, প্রতিটা ভোটকেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচনী প্রার্থীগন, রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
ফলাফল শেষে তাদের পছন্দের নির্বাচিত প্রার্থীদের ভোট দিয়ে জয় নিশ্চিত জেনে তাদের মধ্যে আনন্দ বিরাজমান।

দৌলতখান পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬০৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭০৮জন এবং নারী ভোটার ৫ হাজার ৮৯৮ জন। এখানে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের জাকির হোসেন তালুকদার ও বিএনপির আনোয়ার হোসেন কাকন। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮জন, সংরিক্ষত মহিলা কাউন্সিলর পদে ৮জন ভোটযুদ্ধে অংশ নেয়।

এ পৌরসভার সাধারন নির্বাচনে মেয়র পদে ৩য় বারের মতো নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় জাকির হোসেন তালুকদার ৫৮৩০ ভোটে। অপরদিকে পরাজিত হয় বিরোধী দলের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দলীয় প্রতিক ধানের শীষ মার্কায় আনোয়ার হোসেন কাকন ৮৪০ ভোটে।

পৌরসভার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থীর ভোটের সংখ্যা ১নং ওয়ার্ড থেকে মোঃ সিরাজ উদ্দীন-(উটপাখি মার্কায়) ৭২০ ও মোঃ আব্দুল হাকিম-(ব্লাক বোর্ড মার্কায়) ২, ২নং ওয়ার্ড থেকে মোঃ আলমগীর হোসেন-(উটপাখি মার্কায়) ৮৬২, ৩নং ওয়ার্ড থেকে মোঃআলাউদ্দীন-(ব্লাক বোর্ড মার্কায়)৮, মোঃ হাসান মাহমুদ-(উটপাখি মার্কায়) ৬২৬ ও মোঃ মহিউদ্দিন-(টেবিল ল্যাম্প মার্কায়) ৪, ৪নং ওয়ার্ড মোঃ এস এম নুরুল ইসলাম -(ব্লাক বোর্ড মার্কায়) ৪৭৩, মোঃ আবদুর রব-(উটপাখি মার্কায়) ৩১৮ ও আশ্রাফুল ইসলাম বিপ্লব-(টেবিল ল্যাম্প মার্কায়) ১, ৫নং ওয়ার্ড মোঃ ফয়েজ উল্ল্যাহ ফয়েজ-(উটপাখি মার্কায়) ৪৭২, ৬নং ওয়ার্ড মোঃ মাকসুদুর রহমান বাহার-(টেবিল ল্যাম্প মার্কায়) ৮০, মোঃ জাকির হোসেন-(উটপাখি মার্কায়) ৫০৬ ও মোঃ কামাল পারভেজ-(ব্লাক বোর্ড মার্কায়) ৪, ৭নং ওয়ার্ড মোঃ মোসলেউদ্দীন-(উটপাখি মার্কায়) ৭৩৫,
৮ নং ওয়ার্ড মোঃ ওয়াজেদ কবির-(টেবিল ল্যাম্প মার্কায়) ২৫৮ ও মোঃনূরে আলম-(ব্লাক বোর্ড মার্কায়) ৩১৮ ও ৯নং ওয়ার্ড মোঃ আব্দুল বারেক সওদাগর-(ব্লাক বোর্ড মার্কায়) ২৯০ ও মোঃ মিজানুর রহমান রিপন-( উটপাখি মার্কায়) ৩৯৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোটের সংখ্যা
১ নং ওয়ার্ড থেকে মোঃ জাকির হোসেন বাবুল-(পাঞ্জাবি মার্কায়)২৩, ২ নং ওয়ার্ড থেকে মোঃ মিজানুর রহমান-(পাঞ্জাবি) ৫৬, ৩নং ওয়ার্ড থেকে মোঃ মোছলেউদ্দীন-(পাঞ্জাবি) ২৯, ৪ নং ওয়ার্ড থেকে মোঃ আতাউর রহমান-(পাঞ্জাবি )৮, ৫ নং ওয়ার্ড থেকে মোঃ ফিরোজ-(পাঞ্জাবি) ৩৬, ৬ নং ওয়ার্ড থেকে মোঃ জহিরুল খান-(পাঞ্জাবি) ৭,
৭ নং ওয়ার্ড থেকে মোঃ মাহাবুবুর রহমান (কবির)-(পাঞ্জাবি) ৮৬, ৮ নং ওয়ার্ড মোঃ ফরাজী আব্দুল কাদের-(পাঞ্জাবি) ৬৫ ও
৯ নং ওয়ার্ড থেকে মোঃ আলমগীর হোসেন-(পাঞ্জাবি)-১১১।

সংরক্ষিত মহিলা আসন ১নং (১,২ও৩ নং ওয়ার্ড) থেকে কাউন্সিলর পদে ভোটের সংখ্যা সালমা বেগম (টেলিফোন মার্কা) ১৭৭৫ ও ইয়াসমিন বেগম (আনারস মার্কা)১১৮
সংরক্ষিত মহিলা আসন ২নং (৪,৫ও৬ নং ওয়ার্ড) থেকে কাউন্সিলর পদে ভোটের সংখ্যা নাহিদা পারভীন (আনারস মার্কা)১,২১৮,জান্নাত বেগম (অটোরিক্সা মার্কা)৩০৫,খালেদা আক্তার (চশমা মার্কা) ২৯০ ও নুরুন নাহার(টেলিফোন মার্কা)২৯
সংরক্ষিত মহিলা আসন ২নং ( ৭,৮ও ৯নং ওয়ার্ড) থেকে কাউন্সিলর পদে ভোটের সংখ্যা আমেনা খাতুন(টেলিফোন মার্কা) ১৭৯১,কুলসুম বেগম (আনারস মার্কা) ২৫৮।