আগামীকাল ভোলার দৌলতখান – বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচন

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

আগামীকাল ভোলার দৌলতখান – বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচন

মোঃইসমাইল,বিশেষ প্রতিনিধি

আগামী কাল ৩০ জানুয়ারী (শনিবার) দ্বীপজেলা ভোলা (দৌলতখান ও বোরহানউদ্দিন) দুই পৌরভার নির্বাচন।
এ নির্বাচনে দৌলতখান পৌরসভা থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মনোনীত প্রার্থী মোঃ জাকির হোসেন তালুকদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষ মার্কায় মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (কাকন)
অপরদিকে, বোরহানউদ্দিন পৌরসভা
থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষ মার্কায় মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবির ও সতন্ত্র থেকে নারিকেল গাছ মার্কায় প্রার্থী আবদুল সালাম।

এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে জেনে এমন ভোটার বেছে নিতে চান ভোটাররা। অতীতে যে সকল জনপ্রতিনিধি রাজনৈতিক বা সমাজকর্মী হিসেবে কারা এলাকার উন্নয়ন ও জন কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন; সেসব দিক বিবেচনা করে ভোট দিতে চান তারা। এছাড়া নাগরিক সুবিধা নিশ্চিতসহ পৌরসভার সার্বিক উন্নয়ন হবে- এমন প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা।

নির্বাচনী এলাকার শান্তির কথা বিবেচনা করে প্রশাসন সর্বদা জাগ্রত। স্থানীয় নিরাপত্তা পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কড়া নিরাপত্তা ও টহল।

আগামীকাল সকাল ৮ থেকে বিকেল ৫ টা প্রর্যন্ত ভোট গ্রহন চলবে।
নির্বাচনী চলাকালীন ও ফলাফল নিশ্চিত হওয়া প্রর্যন্ত নির্বাচনী এলাকায় বা ভোটকেন্দ্রে ৪০০ গজ এর ভিতরে আজ রাত ১২ টা থেকে আগামীকাল রাত ১২ টা প্রর্যন্ত নির্বাচন কমিশন থেকে অনুমদিত কার্ড ব্যাতিত সকল প্রকার যানবাহন বা বহিরাগতদের হাটাচলা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোন প্রকার মিছিল-মিটিং করা নিষিদ্ধ। কেউ নির্বাচনী আচরনের বিধি বিধান লঙ্ঘন করলে তাৎখনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সঠিক ও সুষ্ঠ নির্বাচন হবে। ভোটকেন্দ্র স্বাভাবিক থাকবে। এ ব্যাপরে নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটি।

অপরদিকে, আজ বিকেলে রির্টানিং অফিসারের কার্যালয় থেকে ব্যাটল বক্স, ব্যালট পেপার নিরাপত্তা দিয়ে নির্বাচনী কেন্দ্র নিয়ে যায় কেন্দ্রের নির্ধারিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ বাংলাদেশ পুশিল ও আনসার।