পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে দৌলতখান উপজেলার পৌরসভা ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর পাড়ে জুয়ার আসরে হানা দেয় দৌলতখান থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে নোমান(২৮) নামে এক যুবক নদীতে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও ওই যুবকের সন্ধান পায়নি। নিখোঁজ নোমান চরখলিফা ৯ নং ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার খনকার বাড়ীর কালাম বেপারির ছেলে। সে পাতারখাল মাছ ঘাটে কাজ করে। ইলিয়াছ নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানায়, নদীড় পাড়ে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে ওই যুবক নদীতে পড়ে যায়। মূহুর্তের মধ্যেই সে নদীর পানিতে তলিয়ে যায়।বর্তমানে ফায়ার সার্ভিস,কোষ্টগার্ড নিখোজের উদ্ধার কার্যকম পরিচালনা করছেন।


এ ঘটনার পরপরই ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আসাদুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল রাসেল ও সজিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।তিনি আরও বলেন তদন্ত সাপেক্ষে উক্ত বিষয়ের ব্যাবস্থা গ্রহন করা হবে।