সাবেক সাংসদ নজরুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী আজ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

 

মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধি

ভোলার (দৌলতখান, মনপুরা ও তজুমদ্দিন) সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম’র নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের, ২৮শে নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ উপলক্ষে আজ বাদ আছর, দৌলতখান কলিম পাটোয়ারী বাড়ির সামনে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারে পক্ষ থেকে তার মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাতে দোয়ার আয়োজন করা হয়।

মরহুম নজরুল ইসলাম শিক্ষাজীবন শেষে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন ষাটের দশকের শেষের দিকে। তিনি আওয়ামী লীগ থেকে ১৯৭০ সালে পূর্ব-পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে এমপিএ নির্বাচিত হন।
১৯৭১ সালে ভারতের আগরতলা থেকে ট্রেনিং শেষে সক্রিয় অংশ নেন মহান মুক্তিযুদ্ধে।

উল্লেখ্য, নজরুল ইসলাম ১৯৭০, ১৯৭৩ ও ১৯৭৯ সালে ভোলা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি, ১৯৮৬ সালে তিনি দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

মরহুম নজরুল ইসলাম এর বড় নাতি, ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান (শোভন) বলেন, আমার দাদা একজন সৎ এবং আদর্শ রাজনীতিবিদ ছিলেন। তার কর্মের মাধ্যমে এখনো সবার মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে আছেন৷
পরিবারের পক্ষ থেকে তিনি সকলের কাছে মরহুম নজরুল ইসলাম সহ পরিবারে সকল মৃতদের জন্য দোয়া চেয়েছেন।