ভোলার দৌলতখানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত মামলা-পাল্টা মামলা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

 

 

দৌলতখান প্রতিনিধি

 

ভোলার দৌলতখানে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ১১ ই নভেম্বর সকাল ১০ ঘটিকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় পৃথক পৃথক সংঘর্ষে  আহত ২০ এদের মধ্যে হাসপাতাল ভর্তি আছে ৮ জন।

এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে হাসপাতালে নিরাপত্তা প্রহরায় রয়েছেন থানা পুলিশ।

 

বিজয়ী সিরাজ  মেম্বার ও প্রতিপক্ষ কামাল গং দের  মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

সিরাজ , আলমগীর ৫০ ,হানিফ, মইন,মমিন বাবুল কামাল মমিন অপরদিকে

ফরিদ বনাম আহসান গং দের মধ্যে সালাউদ্দিন ইমাম হাসান লিটন মালেক রিয়াজ।

সরেজমিনে জানা যায় তিন নং ওয়ার্ডের বিজয় প্রার্থী সিরাজ ও প্রতিপক্ষ কামাল গং এর সাথে উপজেলা চত্বরে অপরদিকে ১ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার ফরিদ ও প্রতিপক্ষ আহসান গংদের মধ্যে বেরিবাধ এর উপরে পৃথক পৃথক সংঘর্ষে এরা আহত হয়েছে। এ ঘটনায় দিনভর ভবনীপুর ইউনিয়ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে থানা কর্মকর্তা বজলুর রহমানের সাথে যোগাযোগ করলে বলেন এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।