দৌলতখানে নির্বাচনের পোষ্টার ছিঁড়তে বাধা দেওয়ায় মহিলা কাউন্সিলর প্রার্থীর স্বজনদের উপর হামলা।।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

 

মোঃ ইসমাইল, বিষেশ প্রতিনিধি

দৌলতখান পৌরসভা নির্বাচনের(২০২১) পোষ্টার ছিঁড়াকে কেন্দ্র করে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী খালেদা আখতার হাসির(চশমা প্রতীক) স্বজন এমরান হোসেন রুবেল(৩২), লোকমান হোসেন(৩৬), লাভলী বেগম(৪৫),আমিরুল ইসলাম শুভ(২২)ও তার সমর্থকদের হামলা করেন একই আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাহিদা পারভীন (আনারস প্রতীক)(৩৮) এর স্বজন মোকসেদ, মিরাজ, নুরনবী, জুয়েল, সেলিম, ও তার সমর্থকরা। এঘটনায় প্রার্থীর দেবর এমরান হোসেন রুবেল গুরুতর আহত হয়ে প্রায় তিন ঘণ্টা অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তির পর তার জ্ঞান ফেরে।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ৪নং ওয়ার্ডের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও সাত/আটজন আহত হন।

স্থানীয়রা জানান, ৩০ জানুয়ারি দৌলতখান পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী খালেদা আখতার হাসি ও তার স্বজন, সমর্থকরা ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় মিটিং এ যোগদান করেন। সেখানে অন্যন্য প্রার্থী ও তাদের সমর্থকরা ছিলেন।।একই আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাহিদা পারভীন ও তার সমর্থকরাও উপস্থিত ছিলেন। মিটিং শেষে অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা একে একে চলে যান। তবে কিছুক্ষণ পরেই পোষ্টার (চশমা প্রতীক) ছিঁড়াকে কেন্দ্র করে খালেদা আখতার হাসি ও নাহিদা পারভীন এর সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।