দৌলতখানে ৬৫ কেজি সামুদ্রিক মাছ সহ বোট আটক

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

 

মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধি

ভোলা দৌলতখানে ৬৫ কেজি সামুদ্রিক মাছ বোট সহ আটক করেন দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাছনাইন।

আজ ২৩ মে (রোববার) বিকাল ৪ টায় দৌলতখান থানা সংলগ্ন স্লুইজ গেট খাল থেকে এফ বিোট আব্দুস সামাদ নামে বোট আটক হয়।

এসময় অভিযানে ৬৫ কেজি সামুদ্রিক মাছ সহ বোট আটক হয় ও অভিযানে উদ্ধারকৃত মাছ ৯,৪০০ টাকা নিলামে হয় আর জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাছনাইন বলেন-

২০২০ইং সালের ৩ এর (২) ধারা লঙ্ঘন করার অপরাধে ৩ এর (৩) ধারায় প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয় ও ১৫০০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

সামুদ্রিক মৎস্য আইন বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। যদিি কোন ফিসিং বোট সামুদ্রিক মৎস্য আইব ২০২০ লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ শাস্তি আরোপ করা হবে।