ভোলার সাবেক জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামসহ দু’জন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

ভোলার সাবেক জেলা প্রশাসক  মো. মেসবাহুল ইসলামসহ  দু’জন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানকে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির আদেশ কার্যকর হবে। কৃষি সচিব মো. মেসবাহুল ইসলামকে সিনিয়র সচিব করে আদেশ জারি করা হয়েছে। এই আদেশ আগামী ২ ফেব্রæয়ারি থেকে কার্যকর হবে। পদোন্নতি দিয়ে এদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।