চরফ্যাশনে মাস্ক না পড়ায় ২৬ ব্যাক্তিকে অর্থদণ্ড, সচেতনতায় যুব ব্যবসায়ী সমিতি

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

চরফ্যাশনে মাস্ক না পড়ায় ২৬ ব্যাক্তিকে অর্থদণ্ড, সচেতনতায় যুব ব্যবসায়ী সমিতি

স্টাফ রিপোর্টার মোঃ রাকিব::ভোলার চরফ্যাসন পৌর শহরে মাস্ক পরিধান না করায় দুই দিনে ২৬ ব্যাক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ একই সাথে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সচেতনতায় প্রতিনিয়ত মাঠে নেমেছে চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতি৷

মঙ্গলবার ২৩ মার্চ দুপুর ১২ টার সময় চরফ্যাসন পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নাগরিক ফোরাম, যুব ব্যবসায়ী সমিতি, জলবায়ু ফোরাম, চিলেকোঠা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷

চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পারভেজ বলেন, আমাদের সমিতির মাধ্যমে জনসাধারণকে কোভিড-১৯ সম্পর্কে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করছি৷ আমরা আশাবাদী জনস্বার্থে প্রশাসনের এ অভিযান এবং সামাজিক সংগঠনগুলোর সচেতনতা কার্যক্রম চলমান থাকলে করোনাভাইরাসের বিস্তার বন্ধ করা সম্ভব হবে৷